চট্টগ্রামের ইপিজেডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ওয়াসি নামের ১৩ বছর বয়সী এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকার নিজ বাড়ির দেয়ালে সুইচবোর্ডে হাত দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ওয়াসি ওই এলাকার নুরুল হুদার ছেলে। সে ইপিজেড এলাকার গ্রিনভিউ মডেল হাইস্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত।
নিহতের বড় ভাই মো. রাসেল নিউজবাংলাকে বলেন, ‘শুক্রবার বিকেলে বাড়ির সুইচবোর্ডে হাত দিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ওয়াসি। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ব্যাপারে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘ঘটনাস্থলে আমাদের টিম গেছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে।’